বড় মিঞা অক্ষয় ছোট মিঞা টাইগার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অক্ষয় কুমার ও টাইগার শ্রফ

অক্ষয় কুমার ও টাইগার শ্রফ

প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আলি আব্বস জাফরের পরিচালনায় নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে বলিউডের এই দুই অভিনেতাকে। আর নতুন এ ছবিটির নাম হতে যাচ্ছে ‘বড় মিঞা ছোট মিঞা’।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ানের পরিচালিত ‘বড় মিঞা ছোট মিঞা’র নামেই নতুন ছবিটির নাম রেখেছেন আলি আব্বস জাফর।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে ‘বড় মিঞা ছোট মিঞা’র। এর মধ্য দিয়ে প্রথম স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয়-টাইগার। নতুন এই ছবিটি প্রযোজনা করবেন বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি।

আজ (২৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয়-ধনুশ-সারার ‘অতরঙ্গি রে’। এছাড়াও বলিউডের এই অভিনেতার হাতে রয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘বচ্চন পাণ্ডে’, ‘রক্ষা বন্ধন’, ‘ওএমজি ২’, ‘রাম সেতু’, ‘গোরখা’, ‘সিনড্রেলা’। অন্যদিকে, টাইগারের হাতে ‘হিরোপন্তি ২’, ‘বাঘি ৪’ আর ‘গণপথ’ ছবির কাজ রয়েছে।

বিজ্ঞাপন