বিচ্ছেদের ঘোষণা দিলেন সুস্মিতা
মডেল রহমান শলের সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে ফেলতে যাচ্ছেন সুস্মিতা সেন। গত কয়েকদিন ধরেই এমনটা গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউড মহলে। শেষমেষ সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে রহমানের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সুস্মিতা সেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন, “আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধুই রয়ে গেলাম! সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে... ভালোবাসা রয়ে গেল! বন্ধুরা আমি তোমাদের ভালবাসি!”
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচয় হয় সুস্মিতা ও রহমানের। বলিউডের এই সুন্দরীকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন কাশ্মীরি মডেল রহমান। তারপর বন্ধুত্ব ও প্রেম। রহমানকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন সুস্মিতা। সঙ্গে থাকতেন সুস্মিতার দুই মেয়েও। কিন্তু কয়েকদিন আগে সুস্মিতার বাড়ি ছেড়ে এক বন্ধুর বাড়িতে থাকতে শুরু করেন রহমান। এরপরই তাদের সম্পর্কের পাট চুকে যাওয়ার খবর চাউর হয়।
তবে হঠাৎ এমন কী ঘটল যে কারণে এমন সিদ্ধান্ত! এ ব্যাপারে অবশ্য় মুখ খুলতে চাননি রহমান বা সুস্মিতা কেউই।