স্টার সিনেপ্লেক্স এবার চট্টগ্রামে

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স

দেশের চলচ্চিত্র অঙ্গনকে বদলে দেয়া মাল্টিপ্লেক্স থিয়েটার স্টার সিনেপ্লেক্স এবার পৌঁছে গেল চট্টগ্রামে। বন্দরনগরীর চকবাজার এলাকার নবাব সিরাজুদ্দিন রোডের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে হবে অত্যাধুনিক শাখাটি।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায় আগামীকাল (২৩ ডিসেম্বর) বিষয়টি নিয়ে চুক্তিস্বাক্ষর করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এর ফলে বগুড়া ও রাজশাহীর পর ঢাকার বাইরে আরও একটি শাখা চালু হচ্ছে তাদের।

স্টার সিনেপ্লেক্স জানায়, আগামীকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নতুন শাখা চালু উপলক্ষে দ্য ক্যাসাব্লানসার সঙ্গে চুক্তিস্বাক্ষর করবে তারা। প্রেক্ষাগৃহটি নতুন বছরে চালু হবে।

রাজধানীতে বর্তমানে চারটি স্থানে সিনেমা প্রদর্শন করে আসছে প্রতিষ্ঠানটি। শাখাগুলো হলো- বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, একেএস টাওয়ার ও সনি স্কয়ার।

২০০৪ সালের ৮ অক্টোবর পান্থপথের বসুন্ধরা সিটিতে তিনটি স্ক্রিন নিয়ে চালু হয় দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। শুরু থেকেই তরুণ প্রজন্ম ও রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে সিনেমা হলটি।

প্রতিষ্ঠানটি জানায়, ঢাকার বাইরে কুমিল্লাসহ আরও কয়েকটি স্থানে শাখা খুলতে আগ্রহী তারা।