বর খোঁজার সভায় তাদের চান সারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সারা আলি খান, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, বিজয় দেবরকোন্ডা

সারা আলি খান, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, বিজয় দেবরকোন্ডা

আনন্দ এল রাই পরিচালিত ‘আতরাঙ্গি রে’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলি খান। বর্তমানে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে এর কলাকুশলীদের।

‘আতরাঙ্গি রে’র প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি সহশিল্পী ধানুশকে নিয়ে করণের সঞ্চালিত অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়েছিলেন সারা আলি খান। সেখানেই করণ সারাকে প্রশ্ন করেন তিনি তার স্বয়ম্বর সভায় কোন কোন তারকাকে চান।

বিজ্ঞাপন

জবাবে সারা আলি খান বলেন, ‘আমি আমার স্বয়ম্বর সভায় রণবীর সিং, বিজয় দেবরকোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে চাই।”

সারার এই জবাব শোনার পরই করণ বলেন, “বলিউডের এই চার তারকার স্ত্রী কিন্তু সবকিছু দেখছেন।” জবাবে মজা করে সারা বলেন, “আশা করছি তাদের স্বামীরাও অনুষ্ঠানটি দেখবেন।”

বিজ্ঞাপন

করণ ও সারার এমন কথা শুনে পাশে বসে থাকা ধানুশ হাসতে থাকেন। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটির প্রোমো। যা রীতিমতো ভাইরাল।

এদিকে, করণ ধানুশের কাছে জানতে চান ‘কফি ‍উইথ করণ’-এ প্রথমবার এসে কেমন লাগছে? জবাবে দক্ষিণের এই তারকা বলেন, “আমি বেশ উচ্ছ্বসিত। আমি একটু কম কথা বলি। কারণ আমি একটু লাজুক। তাই বুঝতে পারছি না আপনার (করণ জোহর) এই শোতে কতটুকু যুক্ত হতে পারব। তবে কিছু আনন্দ করার জন্য মুখিয়ে আছি।”