পানামা কাণ্ডে ঐশ্বরিয়াকে ৬ ঘণ্টা জেরা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন

পানামা কেলেঙ্কারি মামলায় সোমবার (২০ ডিসেম্বর) এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) দিল্লি অফিসে হাজিরা দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যেখানে প্রায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বচ্চন বাড়ির পুত্রবধূকে।

জিজ্ঞাসাবাদ শেষে একইদিন মুম্বাই ফিরে আসেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এর আগেও দু্’বার সাবেক এই বিশ্বসুন্দরীকে তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন অ্যাশ। সেই আবেদন গ্রহণও করেছিল ইডি। কিন্তু সোমবার (২০ ডিসেম্বর) আর তা হয়নি।

এদিকে, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে দীর্ঘ সময় জেরা করার কারণে বেজায় চটেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী এবং সংসদ সদস্য জয়া বচ্চন। বিজেপির খারাপ দিন শুরু হতে চলেছে, এমনটা অভিশাপ দিয়েছেন ৭৩ বছর বয়সী এই তারকা।

বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদ শেষে ইডি অফিসের বাহিরে ঐশ্বরিয়া রাই বচ্চন

২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। পানামা কাণ্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি টাস্ক ফোর্স। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।