যে কারণে স্ত্রীর সঙ্গে অভিনয় করেন না সাইফ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারিনা কাপুর খান ও সাইফ আলি খান

কারিনা কাপুর খান ও সাইফ আলি খান

সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান জুটিবদ্ধ হয়ে ‘ওমকারা’, ‘কুরবান’ ও ‘তাশান’র মত কয়েকটি ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছে। আর এই সবগুলো ছবি ছিলো তাদের বিয়ের আগে করা। কিন্তু এই তারকা দম্পতি বিয়ের পর কোন ছবিতে অভিনয় করেননি। তাই তাদের ফের একবার একসঙ্গে রূপালি পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা।

কিন্তু বিয়ের পর কেন একসঙ্গে কোন ছবিতে পাওয়া যায়নি সাইফ-কারিনাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণটি জানালেন বলিউডের এই অভিনেতা।

বিজ্ঞাপন

সাইফ আলি খান বলেন, এখন আর কারিনার সঙ্গে কাজ করার তেমন কোন ইচ্ছে নেই। তাছাড়া সেরকম কোন চিত্রনাট্যও আসে না।”

যোগ করে সাইফ আলি খান আরও বলেন, “ব্যক্তিগত এবং পেশাগত দুটি জীবন সবসময় আলাদা রাখতে চাই আমি।”

বিজ্ঞাপন
দুই ছেলের সঙ্গে সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি

ভালোবেসে ২০১২ সালে বিয়ের বন্ধনে জড়ান সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তৈমুর আলি খান ও জেহ নামের তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।