স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেলেন সানা
সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। গ্ল্যামার জগৎ থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সানা। যেখানে দাম্পত্য জীবন থেকে শুরু করে ব্যবসা সবকিছুরই আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন ৩৩ বছর বয়সী এই তারকা।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সানা খান জানালেন স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাচ্ছেন তিনি।
সানা খানের শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী দু’জনেই সাদা রঙের পোশাক পরে বিমানের মধ্যে বসে রয়েছেন।
ছবিগুলোর ক্যাপশনে সানা খান লিখেছেন, “ওমরাহ। কি যে মজার সময় হবে। কি মজার মুহূর্ত হবে এটি। বিয়ের পর আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা এটি।”
২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো সিনেমা করেন।
হিন্দি, মালয়ালাম, তামিল, কান্নাড়া ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাকে। ২০১২ সালে টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।
কিন্তু বলিউডের ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে গত বছরের ২১ নভেম্বর মুফতি আনাস সায়েদের সঙ্গে প্রণয়ে বাঁধা পড়েন সানা খান।