মধুচন্দ্রিমার প্রথম ছবি শেয়ার করলেন ক্যাটরিনা
গত ৯ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর ১০ ডিসেম্বর মধুচন্দ্রিমার জন্য পাড়ি জমান এই তারকা দম্পতি। কিন্তু তারা কোথায় গিয়েছিলেন সেটি ছিল অজানা।
এদিকে, মধুচন্দ্রিমায় গিয়ে মেহেদী, হলুদ ও প্রি-ওয়েডিং ফটোশুটের ছবি শেয়ার করলেও তারা তাদের মধুচন্দ্রিমার কোন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তাই এই তারকা দম্পতি হানিমুনে কোথায় গিয়েছিলেন তা নিয়ে তাদের ভক্তদের মনে ছিল নানা প্রশ্ন।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মধুচন্দ্রিমার প্রথম ছবি শেয়ার করলেন ক্যাটরিনা কাইফ। যদিও বা তিনি তার ছবিতে সরাসরি কিছু বলেননি যে, এটি তাদের মধুচন্দ্রিমার ছবি।
ক্যাটরিনার শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, নীল জলের মাঝে মেহেদী পরা ক্যাটরিনার হাত, দু’হাতে চূড়া যেন পঞ্জাবি বধূর শোভা আরও বাড়িয়ে তুলেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী শুধুমাত্র লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন।
এদিকে, ক্যাটরিনা কাইফ ছবিটি শেয়ারের পর তার ভক্তদের একাংশ একদম নিশ্চিত যে এই নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপেই গিয়েছিলেন।