মুক্তির প্রথম দিনে ভারতে রেকর্ড গড়ল ‘স্পাইডার ম্যান’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবির পোস্টার

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবির পোস্টার

ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। প্রথম দিনেই চলতি বছরের বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে ভাঙতে শুরু করেছে ছবিটি।

প্রথম দিনেই হলিউড তারকা টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ বক্স অফিসে আয় করেছে ৩২ কোটি ৬৭ লাখ রুপি। যেখানে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’র প্রথম দিনের আয় ছিল ২৬ কোটি ২৯ লাখ রুপি। অর্থাৎ তফাৎটা প্রায় ৬ কোটি ৩৮ লাখের!

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, ২০১৯ সালের পর ভারতে হলিউডের কোনও ছবি মুক্তির প্রথম দিনেই এরকম কামাল দেখতে পারেনি। বাণিজ্য গবেষক তরণ আদর্শ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালে এমন বক্স অফিস কাঁপানো রেকর্ড তৈরি করতে সফল হয়েছিল ‘অ্যাভেঞ্জার্স’র সবশেষ ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

বিজ্ঞাপন