এনসিবি দফতরে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান

আরিয়ান খান

মাদককাণ্ডে ২৬ দিন কারাগারে থাকার পর গত ২৮ অক্টোবর মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্চুর করেন। জামিনের পর হাইকোর্টের তরফ থেকে আরিয়ানকে নির্দেশ দেওয়া হয়েছিল, তদন্তের স্বার্থে প্রত্যেক সপ্তাহে শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুুরো (এনসিবি) দফতরে হাজিরা দিতে হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) আরিয়ানের ওপর আরোপ করা সেই নির্দেশই তুলে নিয়েছেন মুম্বাই হাইকোর্ট। ফলে এখন থেকে আর প্রতি শুক্রবার শাহরুখ পুত্রকে এনসিবি দফতরে হাজিরা দিতে হবে না।

বিজ্ঞাপন

মাদক ক্রয়, সেবন ও বহনের দায়ে গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয়েছিলো আরিয়ান খানকে। এরপর মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে পাঠানো হয়েছিলো তাকে।

প্রথমে আরিয়ানের জামিনের ভার শাহরুখ খান দিয়েছিলেন আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে। কিন্তু পরে আইনজীবী বদল করা হয়। পরে বম্বে হাইকোর্টে আরিয়ানের পক্ষ থেকে সাওয়াল করেন মুকুল রোহতগী। তবে বহুবার আরিয়ানের জামিনের বিরোধিতা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।