মডেলিং দুনিয়ায় সচিন কন্যার অভিষেক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাব সচিন টেন্ডুলকারের সঙ্গে সারা

বাব সচিন টেন্ডুলকারের সঙ্গে সারা

প্রায়শই চোখ ধাঁধানো লুকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতের সাবেক অধিনায়ক সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। মিষ্টি হাসির সঙ্গে স্নিগ্ধ সৌন্দর্য এবং দারুণ ড্রেসিং সেন্সই তার প্রতি সকলকে আকৃষ্ট করে। আর এসব গুণকে হাতিয়ার করে এবার মডেলিং দুনিয়ায় পা রাখলেন সচিন কন্যা।


সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রথমবার প্রচারমূলক মডেলিংয়ের ভিডিও শেয়ার করেছেন মডেলিং দুনিয়ায় অভিষেকের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সারা।

বিজ্ঞাপন

এক পোশাকের ব্র্যান্ডের হাত ধরে মডেলিং দুনিয়ায় পা রেখেছেন সারা। যেখানে তার সঙ্গী হয়েছে আরও দুই মডেল বনিতা সান্ধু ও তানিয়া শ্রফ।

 
 
 
View this post on Instagram

A post shared by Sara Tendulkar (@saratendulkar)

বিজ্ঞাপন

সারার শেয়ার করা ভিডিওটি রীতিমত হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্ল্যামারাস জগতে তার অভিষেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।


লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতন সম্পন্ন করেছেন সারা টেন্ডুলকার। বর্তমানে মুম্বাইতে পরিবারের সঙ্গে থাকছেন তিনি।