অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সারা আলি খান। যেখানে তার বিপরীতে ছিলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। আজ ছবিটি মুক্তির তিন বছর পূর্ণ করলো। ২০১৮ সালে আজকের এই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি।
‘কেদারনাথ’র মুক্তির তিন বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন সারা আলি খান। যেখানে তিনি লিখেছেন, “আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়ার তিন বছর। আমি একজন অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছিলাম, আর আমার প্রথম ও জীবনের সবচেয়ে বিশেষ সিনেমা মুক্তি পেয়েছিল। আমি জানি না, কখনও বুঝিয়ে বলতে পারব কি না, ‘কেদারনাথ’র গুরুত্ব আমার কাছে কতখানি… ওই জায়গা, ওই ছবি, ওই স্মৃতি।’
বিজ্ঞাপন
এরপর সহশিল্পী ও প্রেমিক সুশান্তকে স্মরণ করে সারা আলি খান আরও লিখেছেন, “সুশান্তের নিস্বার্থ সাহায্য, অটুটভাবে পাশে থাকা, সবসময় সঠিক পথ দেখানো এবং সহানুভূতিশীল উপদেশ ছাড়া মুক্কু (সারা আলি খানের চরিত্রের নাম) আপনাদের হৃদয় ছুঁয়ে যেতে পারত না। তোমাকে খুব মনে পড়ে সুশান্ত।’
একইসাথে ছবির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে কাস্টিং ডিরেক্টর সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাইফ কন্যা।
অভিনয় নিয়ে দারুণ সময় পার করছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে আজ তার মনটা ভালো নেই। মনের প্রায় সবটাই প্রকাশ করা স্বস্তিকা তাই আজ মন খারাপের কথাই লিখেছেন ফেসবুকে।
এই তারকার মন খারাপের কারণটা ক্ষণস্থায়ী নয়। থেকে যাবে যতোদিন বেঁচে থাকবেন! আজ তার বাবা প্রয়াত অভিনেতা শন্তু মুখার্জির জন্মদিন। বিশেষ এই দিনেই বাবাকে খোলা চিঠি লিখেছেন স্বস্তিকা। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
‘‘হ্যাপী বার্থডে বাবা,
কোথায় আছো সে তো জানি না, কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানি না। আশা করি কেউ নিশ্চয়ই আছে, আমার মতন করে তোমায় আগলে রেখেছে। প্রতি বছরের মতন, এবারেও নতুন ফতুয়া-লুঙ্গি পোরো।
খাদির দোকানে গেলে, গেরুয়া রং এর কোনও কাপড় দেখলেই মনে হয় তোমার জন্য একটা পাঞ্জাবি বানাতে দি, তারপর মুহূর্তেই মনে পড়ে তুমি তো নেই।
আজ সন্ধে নামলে দু পাত্তর ব্যালেন্টাইন খেও। কত ভালবাসতে। পৃথিবীর এত জায়গায় যাই, যত ভালো স্কচই কিনে আনি না কেন, সেই ব্যালেন্টাইন টাই সেরা।
তোমার আর মা এর না থাকাতে বাড়িতে খাওয়া দাওয়া, লোকজন এর আসা যাওয়া, আনন্দ উৎসব প্রায় উঠে গেছে বললেই চলে। ঠিক ওই গান টার মতন - এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া।
১৩ই জানুয়ারি- এই দিনটা আমার কাছে আজীবন ‘আমার বাবার জন্মদিন’ হয়েই রয়ে যাবে।
অবশ্য শুধু একটা দিন কেন? বাকি বছরের অজস্র দিনগুলো ও তোমাদের দুজনের দিন হয়েই রয়ে গেছে। জন্মদিন, বেড়াতে যাওয়ার দিন, অসুখ করার দিন, হাসপাতালে যাওয়ার দিন, সেখান থেকে ফেরার দিন, না ফেরার দিন এইসব।
আর কটা দিন থেকে গেলে পারতে বাবা- না হয় অনেক রাত অব্দি জমিয়ে আড্ডা মারতে মারতে, লোকজন এর গুষ্টি উদ্ধার করতে করতে দু পেগ হুইস্কি খাওয়ার জন্যই রয়ে যেতে। না হয়, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দেখে চিৎকার করার জন্য রয়ে যেতে। না হয়, দরবেশ, ক্ষীরকদম্ব, মনোহরা, সীতাভোগদের জন্য রয়ে যেতে। ভাত রুটির শেষ পাতে রোজ একটু মিষ্টি খাওয়ার পাট ও চুকে গেছে। বাড়িতে আর মিষ্টি কেনা হয় না।
তোমায় আর একবার দেখার জন্য সব করতে পারি বাবা। তুমি তো ঈশ্বরের কাছে আছো, তুমি ওনাকে বোলো, এই জন্মে হোক বা পরের জন্মে, বা দু জন্মের সন্ধিক্ষণে আমাদের দেখাটা যেন হয়। কত কথা জমে আছে বাবা। এক পাহাড়।
আজ তোমার ফেভারিট ব্রুট পারফিউমটা মেখেছি, তোমার জন্মদিনে তোমার গায়ের গন্ধ থাকুক গায়ে। রোজ ঘুমোতে গেলে ভাবি, চোখ খুললেই হঠাৎ যদি তোমায় দেখতে পাই, জড়িয়ে ধরে বসে থাকবো, অনেকক্ষণ। বেশি কিছু চাই না, এইটুকুই।
কখনও এলে ভেবলি বলে ডেকো বাবা, ঠিক বুঝে নেব তুমি ডেকেছ। ভালো থেকো- তোমার পথে ঝলমলে আলো থাক, ইউডি কোলনের গন্ধ থাক, অনেকটা যত্ন আর ভালোবাসা থাক। আমার কাছে অপেক্ষা থাক, আমার সারাক্ষণের সঙ্গী।’’
দেশের প্রখ্যাত সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জনম জনম’ শিরোনামে একটি গান গেয়েছেন জনপ্রিয় তারকা তাহসান রহমান খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা। গানের সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। রোমান্টিক গানটির নির্মাতা এম রাহিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমায় থাকবে।
প্রিন্স মাহমুদের সুরে গাইতে পেরে গর্বিত তরুণ গায়িকা আতিয়া আনিসা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা সংগীতের অন্যতম কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তার সুরের গভীরতা এবং আবেগ সব সময়ই আমার কাছে অনুপ্রেরণার উৎস। এ যাত্রায় তার সুরে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি।’
ভালোবাসা দিবসে ‘জনম জনম’ গানটি প্রকাশিত হবে। আতিয়া বলেন, ‘প্রিন্স ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ। অনেক কিছু শেখার আছে। শিখেছিও অনেক কিছু।’
ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে ‘জংলি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি ছাড়াও বুবলী, দীঘিসহ আরও অনেকে অভিনয় করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বাদ যায়নি সেখানকার রুপালি পর্দার তারকারাও। এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসতবাড়ি দাবানলে পুড়েও ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এই লস অ্যাঞ্জেলসেই অবস্থিত বিশ্ব চলচ্চিত্রের পীঠস্থান’খ্যাত ‘হলিউড’। ফলে হলিউডও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের প্রকোপে। যার প্রভাব পড়েছে অস্কার, গ্র্যামি থেকে শুরু করে তারকাদের জীবনেও।
পেছালো অস্কার মনোনয়ন ও ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) বিশ্ব সিনেমার সবচেয়ে সম্মানজনক আয়োজন অস্কার পুরস্কারের মনোনয়ন ঘোষণা কথা ছিলো। কিন্তু ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে গেছে। অস্কার মনোনয়র ঘোষণার নতুন তারিখ ঠিক করা হয়েছে ১৯ জানুয়ারি। দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার অ্যাকাডেমি সদস্যের ভোটের সময়সীমাও দুই দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত করা হয়েছে। দাবানলের কারণে পিছিয়েছে সিনেমার আরেক বিখ্যাত পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’ও। এখন তা ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
পেছাতে পারে গ্র্যামি অ্যাওয়ার্ডস
আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে হওয়ার কথা বিশ্ব মিউজিকের সবচেয়ে সম্মানজনক আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসর। তবে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে। সংগীতের সবচেয়ে বড় এ পুরস্কার আসরে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা। গ্র্যামি পেছানো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি সূত্র দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে গ্র্যামি হওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও অনুদান
দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য অনুদান ঘোষণা করেছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট। এক বিবৃতিতে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে তারা। একই পরিমাণ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্যারিস হিলটনও। এই তারকার বাড়ি পুড়েছে সবার আগে!
বাড়ি ছাড়তে হয়েছে ডুয়াকেও
প্যাসিফিক প্যালিসেইডসে বহু তারকার বাড়িই পুড়ে ছারখার হয়ে গেছে। ডুয়া লিপাকেও নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও ভাগ করে নিয়েছেন এই গায়িকা। ডুয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ংকর। এই দাবানলের জন্য যাঁদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাঁদের কথা ভাবছি।’
এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান বা গৃহহারাদের আশ্রয় দিতে চান, তাদের জন্য কয়েকটি লিংক আমি ভাগ করে নিচ্ছি।’ অনুরাগীদের নিজের খবরও দিয়েছেন ডুয়া।
ব্রিটিশ এই পপ তারকা লিখেছেন, ‘আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা। সবাই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।’ ২০২০ সালে বেভারলি হিলসে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া।
জেনিফার লোপেজের অনুষ্ঠান বাতিল
গত মাসেই মুক্তি পেয়েছে জেনিফার লোপেজের সিনেমা ‘আনস্টপেবল’। ছবিটির প্রচারণায় চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে লোপেজের হাজির হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। পিপল ডটকম জানিয়েছে, ছবির প্রচারের চেয়ে এখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চান লোপেজ।
এছাড়া দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ‘উলফম্যান’, ‘বেটার ম্যান’, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’সহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিংও বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু জনপ্রিয় টক শো’র সম্প্রচারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।
জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ জানুয়ারি) গভীর রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা।
ফেসবুকে তিনি লেখেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।
তমা মির্জা আরও লেখেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।
আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি হন। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে।