মামলা করতে আদালতে জেমস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে জেমস

আদালতে জেমস

ঝামেলা থেকে দশ হাত দূরে থাকেন জনপ্রিয় রক তারকা জেমস। সবসময় নিজের মতো করেই থাকতে পছন্দ করেন তিনি। এড়িয়ে চলেন জনসমাগমও। আর সেই তারকাই এবার মামলা করতে পৌঁছে গেলেন আদালত চত্বরে।

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হন এই তারকা।

বিজ্ঞাপন

জানা যায়, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগে মামলা করতে আদালতে যান তিনি। কিন্তু আদালত মামলাটি গ্রহণ না করে গুলশান থানায় মামলা করতে বলে অভিযোগটি ফেরত দেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি আবেদন করেন জেমস। এরপর বিচারক আবেদন গ্রহণ না করে গুলশান থানায় এ বিষয়ে মামলা করতে নির্দেশ দেন।

জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এই গানগুলো বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে।

বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণেই তিনি কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা করতে আদালতে এসেছেন।