মা হতে যাচ্ছেন কাজল আগারওয়াল!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাজল আগারওয়াল

কাজল আগারওয়াল

দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গত বছর বিয়ের বন্ধনে জড়ান কাজল আগারওয়াল। এরইমধ্যে শোনা যাচ্ছে খুশির একটি খবর। শিগগিরই নাকি প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন এই দম্পতি। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বলিউডের এই অভিনেত্রী।

স্বামীর সঙ্গে কাজল আগারওয়াল

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, কাজল নাকি তার আসন্ন ছবি ‘আচার্য’ এবং ‘গোস্ট’ ছবি দুটির নির্মাতাদের অনুরোধ করেছেন যতো দ্রুত সম্ভব ছবি দুটির শুটিং যেনো সম্পন্ন করে ফেলা হয়। আর অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি এমনটা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

গত বছরের ৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কাজল আগারওয়াল। করোনাভাইরাস মহামারির কারণে সাদামাটা আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। এরপর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপ উড়ে গিয়েছিলেন তারা।


কাজল-কিচলুর বন্ধুত্ব সাত বছরের। তারা প্রেমের সম্পর্কে ছিলেন তিন বছর।

বিজ্ঞাপন