শুটিং করতে গিয়ে কণ্ঠস্বর হারালেন কার্তিক আরিয়ান!
‘ভুল ভুলাইয়া টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন কার্তিক আরিয়ান। সেই ছবির শুটিং করতেই গিয়েই ঘটলো এক বিপত্তি। কণ্ঠস্বর হারিয়ে বসলেন বলিউডের এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ‘ভুল ভুলাইয়া টু’ ছবির ক্লাইম্যাক্সের শুট করছিলেন কার্তিক আরিয়ান। একটি চিৎকার করার দৃশ্য শুট করছিলেন। আর সেই শুট করতে গিয়েই হঠাৎ কার্তিক দেখলেন তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না।
কার্তিকের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পরিচালক শুটিং আটকে দিলেন। শুটিং ফ্লোরেই নিয়ে আসা হয় চিকিৎসককে। ডাক্তার জানিয়েছেন, কার্তিক আরিয়ান Laryngitis-এ (ল্যারিনজাইটিস) আক্রান্ত হয়েছেন। তাই হঠাৎ করে কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন।
চিকিৎসকের কথায়, চিন্তার কোনও কারণ নেই। গলা বিশ্রাম পেলেই এটি ঠিক হয়ে যাবে।
জানা গিয়েছে, এই শুটিংয়ে কার্তিকের সঙ্গে ছিলেন অভিনেত্রী টাবুও।
ছবিটির পরিচালক পরিচালক অনীজ বাজমি বলেন, ক্লাইম্যাক্সের দৃশ্যে কার্তিক চরিত্রকে ঠিকভাবে ফুটিয়ে তোলানোর জন্য একেবারে চরিত্রের মধ্যে ঢুকে যায়। আর তারফলেই এই দৃশ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।