গোধূলির আলোয় ঝলমলে জয়া
বয়স যেনো জয়া আহসানের কাছে শুধু একটা সংখ্যা। যে কোনো অষ্টাদশী অভিনেত্রীকে সহজেই মাত দিতে পারেন তিনি। কেননা যতোই দিন যাচ্ছে, জয়ার ঔজ্জ্বল্য ততোই বেড়েই চলছে। সেই সঙ্গে তার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে।
দেশে যেমন এই অভিনেত্রী জনপ্রিয়, পাশের দেশ ভারতেও কোনো অংশে কম না। এ অভিনেত্রীর সৌন্দর্য, ফিগার আর অসাধারণ অভিনয় দক্ষতা শুধু ভক্ত-দর্শকদের কাছেই নয়; বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয় ও গানের জগতের অনেকের কাছেও ঈর্ষণীয়।
এপর-ওপার দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রায় সময়ই নানা রঙে, নানা ঢঙে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। যেখানে তাকে সাদা ও সবুজ রঙ মিশ্রিত পোশাকে দেখা গেছে।
ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন- ‘ফিল ইন কজি (আরামদায়ক লাগছে)।’
গোধূলির আলোয় দারুণ লাগছে জয়াকে। জনপ্রিয় এই অভিনেত্রীর শেয়ার করা ছবিতে লাইক পড়েছে ৬৬ হাজার। কমেন্ট করেছেন ৮শ’ মানুষ।
গত ২০ আগস্ট কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিনিসুতোয়’। এতে তার সঙ্গী হয়েছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় এতে অভিনয়ের পাশাপাশি একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া আহসান।