মা হারালেন অক্ষয় কুমার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা ও বোনের সঙ্গে অক্ষয় কুমার

মা ও বোনের সঙ্গে অক্ষয় কুমার

না ফেরার দেশে পাড়ি জমালেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার (০৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের হীরানন্দনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের চলে যাওয়ার খবরটি নিশ্চিত করে বলিউডের এই অভিনেতা লিখেছেন, “তিনি আমার জীবনের সবটুকু ছিলেন। ভিতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে। আজ সকালে আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে পরলোক গমন করলেন। পরলোকে আবার বাবার সঙ্গে মিলিত হলেন। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। সেই সময় আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।”

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণা ভাটিয়া। অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই হীরানন্দনী হাসপাতালে ভর্তি ছিলেন অরুণা।

অন্যদিকে, ব্রিটেনে নিজের আপমাকিং ছবি ‘সিন্ড্রেলা’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়। তবে গত ৬ সেপ্টেম্বর মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই সেখান থেকে সোজা মুম্বাই ছুটে আসেন তিনি।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) টুইটারে অক্ষয় কুমার জানিয়েছিলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি ও তার পরিবার। অনুরাগীদের প্রার্থনার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছিলেন। কিন্তু বুধবার সকালেই এল দুঃসংবাদ।