মালাইকাকে ধাক্কা দিয়ে ফেলেই দিলেন অমৃতা!
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ও অমৃতা আরোরা। পাশাপাশি তারা দুই বোনও। তাদের একটি ‘গার্ল গ্যাং’ রয়েছে। যেখানকার সদস্য হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুরও।
এদিকে, প্রায় সময় ‘গার্ল গ্যাং’র সঙ্গে কাটানো না মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন মালাইকা-অমৃতা। যা রীতিমতো আলোচনার জন্ম দেয়।
তবে এবার আর ‘গার্ল গ্যাং’ নয়, ভাইরাল হয়েছে মালাইকা-অমৃতার নাচের একটি ভিডিও।
মাইলার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে তাকে অমৃতার সঙ্গে ‘হিপস ডোন্ট লাই’ গানে বুটি ডান্স করতে দেখা যাচ্ছে। মালাইকার পরনে রয়েছে গোল্ডেন-সাদা কাফতান গাউন এবং কালো-সাদা পাম্পস ও অমৃতা পরেছেন মেরুন-সাদা প্যান্ট ও জ্যাকেট সেট এবং চোখে হলুদ সানগ্লাস। দুই বোনে একসঙ্গে বুটি ডান্স করতে করতে মজা করে মালাইকাকে ধাক্কা মেরে ফ্রেম থেকে আউট করে দিয়ে আত্মতৃপ্তির অভিনয় করেছেন অমৃতা।
আরবাজ খানের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্যের ইতি টানার পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা।
সাবেক এই দম্পতির একমাত্র পুত্রসন্তান আরহান খান। তবে আরহান আপাতত ইউএস পাড়ি দিয়েছেন উচ্চশিক্ষার জন্য।