তাজমহলের সামনে বাগদান সারলেন বিদ্যুৎ!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেমিকা নন্দিতার সঙ্গে বিদ্যুৎ জামওয়াল

প্রেমিকা নন্দিতার সঙ্গে বিদ্যুৎ জামওয়াল

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল সত্যিকারের ভালোবাসার প্রতীক। বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় তাজমহল অন্যতম।সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় এই সমাধিস্তম্ভ।

সেই তাজমহলের সামনে দাঁড়িয়ে প্রেমিকার অনামিকায় হীরের আংটি পরিয়ে দিয়ে বাগদানের কাজটি সম্পন্ন করলেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।

বিজ্ঞাপন

বলিউডের অন্যতম পরিচিত নাম নন্দিতা মহতানি। ইন্ডাস্ট্রির নামি-দামি তারকাদের শরীরে উঠেছে নন্দিতার ডিজাইন করা পোশাক। বিদ্যুতের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন নন্দিতা।

সম্প্রতি তাজ মহলে বেড়াতে গিয়েছিলেন বিদ্যুৎ। সঙ্গে গিয়েছিলেন নন্দিতাও। এরপরেই আসে ট্যুইস্ট। সেখানে গিয়ে হাতে হাত রেখে ছবি তুলেছেন তারা।

বিজ্ঞাপন
প্রেমিকা নন্দিতার সঙ্গে বিদ্যুৎ জামওয়াল

সেসব ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই নেটিজেনদের চোখ এড়ায়নি নন্দিতার অনামিকায় বসা বেশ বড়সড় একটি হীরের আংটি।

শোনা যাচ্ছে, দিন চারেক আগেই নাকি বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন এই জুটি। যদিও বা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে।