ভেনিসে ‘কালনাগিনী’ মাছের স্বাদ নিলেন শ্রীলেখা!
টালিউড অভিনেত্রী শ্রীলেখা এই মুহূর্তে ইউরোপে রয়েছেন। প্রথমে সুইজারল্যান্ডে কয়েকদিন থাকার পর এখন তিনি ভেনিসে। সেখানকার বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। স্বাদ নিচ্ছেন সেখানকার বিভিন্ন রেস্তোরাঁর খাবারের।
কিন্তু ভেনিসের এক রেস্তোরাঁয় গিয়ে মাছ দিয়ে তৈরি এমন একটি খাবার অর্ডার করলেন। যা খাওয়া শেষে রীতিমতো তার মাথায় হাত পড়েছে।
ঘটনাটি হলো, ভেনিসের রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন শ্রীলেখা। হঠাৎই শ্রীলেখার চোখ পড়ল রেস্তোরাঁয় এক সুপুরুষের দিকে! কোনও দিক আর দেখলেন না তিনি। তার কথাতেই অর্ডার দিয়ে ফেললেন এক মাছের রেসিপি। খানাপিনা তো জমিয়ে হল। কিন্তু হাতে বিল পেয়ে শ্রীলেখা বুঝতে পারলেন, সুন্দর ব্যাপারটা আসলে কতোটা ভয়ংকর! বিলের অঙ্ক দেখে শ্রীলেখার চক্ষু চড়ক গাছ। ইউরোতে ৬৭.২০। ভারতীয় মুদ্রায় যার দাম ৫ হাজারের থেকে বেশি!
শ্রীলেখা তার ফেসবুকে শেয়ার করলেন সেই খাবারের ও বিলের ছবি। সঙ্গে পোস্ট করলেন সেই সুপুরুষের সঙ্গে তোলা একটি সেলফিও।
এই পোস্টে শ্রীলেখা লিখেছেন, “এই সেই কালনাগিনী মাছ। সুন্দর ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই যে বিল।”
মূলত ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য সেখানে গিয়েছেন শ্রীলেখা। কিন্তু তার আগে ইউরোপটা একটু ঘুরে বেড়াচ্ছেন তিনি।
এই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা।