পারফেক্ট ফ্যামিলি ফটো

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা-মায়ের সঙ্গে কারিনা ও কারিশমা

বাবা-মায়ের সঙ্গে কারিনা ও কারিশমা

পঞ্চাশ দশকের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন রণধীর কাপুর। ভালোবেসে ১৯৭১ সালে অভিনেত্রী ববিতা কাপুরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই তারকা। এই তারকা দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান।

বাবা-মায়ের পথ অনুসরণ করে কারিশমা-কারিনাও অভিনয়ে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছেন।

বিজ্ঞাপন

কারিশমা কাপুরকে এখন খুব একটা বলিউড ছবিতে দেখা না গেলেও চুটিয়ে কাজ করে যাচ্ছেন তার ছোট বোন কারিনা কাপুর খান।

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্র সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান। এই সন্তান গর্ভে থাকাকালীনও আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’র শুটিং সম্পন্ন করেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, শত ব্যস্ততা থাকলেও বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে ভোলেন না কারিশমা-কারিনা। আজ (৪ সেপ্টেম্বর) দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি গিয়েছিলেন কারিনা। যার ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

উপস্থিত হয়েছিলেন কারিশমা কাপুরও। বাবা-মায়ের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন দুই বোন। তুলেছেন ছবিও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন বেবো (কারিনার ডাকনাম)। যা দেখার পর অনেকেই মন্তব্য করেছেন ‘পারফেক্ট ফ্যামিলি ফটো।’