সহশিল্পীর চিকিৎসায় দীপিকার ১৫ লাখ রুপি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনী নিয়ে ‘ছাপ্পাক’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা মেঘনা গুলজার। যেখানে নাম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।

২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটিতে দীপিকার পাশাপাশি আরও কয়েকজনকে অ্যাসিড আক্রমণের শিকারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তাদেরই একজন ছিলেন ২৫ বছর বয়সী বালা প্রজাপতি।

বিজ্ঞাপন

খারাপ খবর হলো- সেই বালা প্রজাপতির দু'টি কিডনিই অকেজো হয়ে গেছে। এ কারণে তার কিডনি প্রতিস্থাপন করাতে হবে। আপাতত ডায়ালিসিসের ওপরই বেঁচে আছেন তিনি। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ব্যয়বহুল এই চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ লাখ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- এরইমধ্যে বালা প্রজাপতির পাশে দাঁড়িয়েছে ছাভ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মিলাপ নামে একটি ক্রাউডফাল্ডিং প্ল্যাটফর্মের সাহায্যে ছাভ তাদের প্রচেষ্টার নাম রেখেছেন ‘সেভ বালা’।

এদিকে, সহশিল্পী বালা প্রজাপতির অসুস্থতার খবর দীপিকা পাড়ুকোনের কানে পৌঁছাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য ১৫ লাখ রুপি অনুদান করেন 'সেভ বালা'তে।

এই প্রথম নয়, এর আগেও বহুবার অ্যাসিড আক্রমণের শিকার নারীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।