কন্যার বাবা হলেন অপারশক্তি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্ত্রী আকৃতি আহুজার সঙ্গে অপারশক্তি খুরানা

স্ত্রী আকৃতি আহুজার সঙ্গে অপারশক্তি খুরানা

রাজকন্যার বাবা হলেন অপারশক্তি খুরানা। গত ২৭ আগস্ট বলিউডের এই অভিনেতা ও তার স্ত্রী আকৃতি আহুজার ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেতা। একইসঙ্গে মেয়ের নামটিও ঘোষণা করেছেন তিনি।

বিজ্ঞাপন

অপারশক্তি ও আকৃতি তাদের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন আরজোয়ি আহুজা খুরানা।


বাবা হওয়ার পর এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত অপারশক্তি জানান, “আমাদের দ্বিতীয় লকডাউন কেটেছে নতুন অতিথির অপেক্ষায়। অবশেষে আমি আমার সন্তানকে কোলে তুলে নিলাম। যে কিনা দেখতে অর্ধেক আমার মতো আর বাকি অর্ধে আমি যাকে ভালোবাসি তার মতো। নতুন এই অতিথির আগমন নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু ঈশ্বরের কৃপায় সবকিছু ঠিকভাবেই হয়েছে। যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলেও তা কম হবে।”

বিজ্ঞাপন

এদিকে, মেয়ের নাম অপারশক্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ১০০টি নাম শর্টলিস্ট করেছি। আর তার ডাকনাম হচ্ছে জোয়ি এবং জুজু। আসল নামটি আরজোয়ি আহুজা খুরানা।