পুত্রের মা হলেন নুসরাত, পাশেই ছিলেন যশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত জাহান

নুসরাত জাহান

অপেক্ষার পালা শেষ। নুসরাত জাহানের কোল জুড়ে এলো ফুটফুটে এক পুত্র সন্তান।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন টালিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক দু’জনই সুস্থ রয়েছেন। নুসরাতের সন্তানের ওজন হয়েছে ২.৯ কিলোগ্রাম। সুতরাং সদ্যজাতকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখার কোনও প্রয়োজন হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দুপুর ১২ থেকে ১টার মধ্যে সি-সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেন নুসরাত। লোকাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে নুসরাত জাহানের সি-সেকশন করা হয়েছে। তন্দ্রাচ্ছন্ন ভাব কাটলেই বেডে স্থান্তারিত করা হবে তাকে।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, নুসরাতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় তার পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত।

এদিকে, নুসরাত মা হওয়ার পরই প্রতিক্রিয়া জানিয়ে নিখিল জৈন বলেন, ‘ওর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তবে এই সময়ে তা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটিই চাই। মাও সুস্থ থাকুক।’