আফগান মডেল ও অভিনেত্রী মালিশা হিনা খান। বুধবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে জানালেন একটি দুঃসংবাদ।
টুইটে মালিশা জানান, তালেবানের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারলেন না তিনি। তিনি লিখেছেন, “আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিলা তাদের গাড়ি। জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।’
বিজ্ঞাপন
যোগ করে মালিশা আরও লিখেছেন, “আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না।”
এই শোক সংবাদের পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মালশা হিনা খান।
বিজ্ঞাপন
Sad news coming in from Afghanistan. My family lost 4 members including my uncle, who worked for the Afghan Govt in the Ministry of Transportation, and two cousins. #Afganistan#Kabul#Taliban
— Malisha Heena Khan (@OfficialMalisha) August 23, 2021
২০১৮ সালে পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়িয়েছিলো পাকিস্তানে। এই গায়িকাকে সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। সেই সময় থেকে বার বার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জ়িয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন এই অভিনেতা। গত ২০ সেপ্টম্বর ছবিটি মুক্তি পায়। কথা ছিল ছবি মুক্তির সময় কলকাতায় থাকবেন তিনি, চালাবেন প্রচারণা। কিন্তু ভারত-বাংলাদেশের পরিবর্তিত কুটনৈতিক পরিস্থিতির কথা সকলেরই জানা। তাই ভারতের পাননি তিনি।
বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর কলকাতার চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই সময়েও নিজের ছবির মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এরপর অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। অপূর্ব ভিসা না হওয়ার সময়েই বাংলাদেশে অভিনেত্রী পরীমণির ব্যাপারে আশঙ্কা তৈরী হয়েছিলো যে তার ছবি মুক্তির সময় একই ঘটনা ঘটতে পারে।
অবশেষে তাই হলো! পরীমণি নিজেই আজ (বৃহস্পতিবার) বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে সে কথা জানিয়েছেন। পরী লিখেছেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার ‘
পরী আরও লিখেছেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্য’কে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম……. প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’
‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
মাধ্যমিকের নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ-সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠনের হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে।
এবার এই হামলার প্রতিবাদ জানালেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে ফেসবুকে লিখেছেন, ‘'আদিবাসী' নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।
একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’
জয়া আহসান ছাড়াও মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, মৌসুমী হামিদসহ অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন।
এদিকে, আজ (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এই হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা, রাঙ্গামাটি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে পর্যন্ত গিয়ে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে। এরপর রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি সমাবেশ করে। রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ ছিল।
ঢাকায় সমাবেশে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘ঢাকার মতো রাজধানী শহরে ‘আদিবাসীদের’ ওপর হামলা একটি পূর্বপরিকল্পিত হামলা। উগ্র-মৌলবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ সংগঠনটি মূলত আদিবাসীদের পূর্ব-নির্ধারিত কর্মসূচি বানচাল করার হীনউদ্দেশ্যে এ হামলা করেছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এড়াতে পারে না।’
বক্তারা আরো বলেন, ‘পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিটি পুর্নবহাল এবং ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ধরণের আশ্বাস পাওয়া যায়নি। ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে বসবাসরত ‘আদিবাসী’ জনগোষ্ঠীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।’
সমাবেশ থেকে অবিলম্বে ঢাকায় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। সমাবেশ শেষে রাঙ্গামাটি জেলাপ্রশাসকের (ডিসি) মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের জনপ্রিয় মিউজিক প্লাটফর্ম ‘লিভিং রুম সেশন’-এর দ্বিতীয় সিজন। এবার দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্লাটফর্ম। চার দেশের শিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ানদের সাথে নিয়ে বড় কলেবরে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন।
লিভিং রুম সেশানের নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।
প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাভেল বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশন গানের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সাথে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি।’
পাভেল আরিন জানান, নির্ধারিত বিরতির পর লিভিং রুম সেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার লন্ডনের বিশ্বখ্যাত রেস্তোঁরা দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে।
এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরীন, সংগীত শিল্পী ও ড্রামার ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদসহ অনেকেই। পরবর্তী তিন সিজনের জন্য লিভিং রুম সেশানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।
আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও দ্বিতীয় সিজনের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন পাভেল। জানালেন, ইতিমধ্যেই চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে, আলাপ-আলোচনাও চূড়ান্ত হয়েছে। পাভেল জানান, আন্তর্জাতিক এ ভ্রমণে লিভিং রুম সেশানে হাজির হবে পশ্চিমা বিশ্বের ও এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও মিউজিশিয়ানরা। চমক হিসেবে থাকবেন কিছু বিশ্বজুড়ে জনপ্রিয় মেগাস্টারও। তবে, তা এখন চমক হিসেবেই রাখতে চান পাভেল।
পাভেল বলেন, ‘রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্তও করেছেন।’
পৃ্ষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মো: রাহাত আমিন একজন স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী। ইওরোপ, দুবাই ও বাংলাদেশে তার ব্যবসার বিস্তার ঘটিয়েছেন খুব অল্প সময়েই। তার প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে। ২০০৯ সাল থেকে যুক্তরাজ্যে ইভেন্ট অরগানাইজার হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, ‘আমি সবসময় আড়ালে থেকে কাজ করতে পছন্দ করি। কাজের মধ্য দিয়ে মানুষের কাছে যেতে, মানুষকে জানতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, মানুষের হৃদয়কে স্পর্শ করতে সংগীতই সবচেয়ে সেরা মাধ্যম। পাভেল আরিনের সাথে আমাদের যে প্রজেক্টটা শুরু হয়েছে তা সফল হতে যাচ্ছে বলেই আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে দারুণ একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সকলের শুভেচ্ছা ও প্রার্থনা কামনা করছি।’
লিভিং রুম সেশনের প্রথম সিজনে দেশের কিংবদন্তি শিল্পীদের নয়টি গান নিয়ে হাজির হয়েছিলেন পাভেল। নতুন যাত্রায় এবার ১২টি গান দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় সিজন। যথাযথ প্রস্তুতি শেষে এ সিজনের প্রথম গানটি আসছে ঈদ উল আযহা’র উৎসবে প্রকাশ করবেন বলে জানিয়েছেন পাভেল।
লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, দূরবীন শাহ, হাসান মতিউর রহমান, আবুল সরকার, গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, ঐশী, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে।
গত বছরের শেষভাগে (২৭ ডিসেম্বর) বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। আর নতুন বছরের শুরুতে স্বামী সালমান আহমেদকে নিয়ে হানিমুনে উড়াল দিয়েছেন তিনি। শনিবার স্বামীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বী।
মালয়েশিয়ার লংকাউই দ্বীপে ফুরফুরে মেজাজে সময় কাটছে। মালয়েশিয়ায় সাড়ে তিন বছর পড়াশোনা করেছেন সালমান। সেই সূত্রেই হানিমুনের গন্তব্য হিসেবে দেশটিকে বেছে নিয়েছেন তারা।
২০২০ সালের শেষভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রিয়ন্তী উর্বী। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান।
বিয়ের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বর-কনে দুজনেই। জানা গেল বরের পরিচয়ও। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে ডেইলি স্টার পত্রিকার বিপণন বিভাগে কর্মরত রয়েছেন।
গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয় তাদের। তখন দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমে প্রিয়ন্তী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন।
বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের।
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এরপর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন । ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ‘বুক পকেটের গল্প’ ও ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী।
মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।