হাসপাতালে ভর্তি নুসরাত জাহান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত জাহান

নুসরাত জাহান

প্রথমে শোনা গিয়েছিলো সেপ্টেম্বর, পরে জানা যায় আগস্টের শেষেই প্রথম সন্তানকে স্বাগত জানাবেন নুসরাত জাহান। সেই অনুযায়ী নাকি হাসপাতালে ভর্তি হওয়ার তারিখও নির্ধারণ করে ফেরেছিলেন তিনি।

আর সেই কথা মতো কাজ করলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- আজ (২৫ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত জাহান। টলিউডের এই অভিনেত্রীকে নাকি হাসপাতালে ভর্তি করিয়েছেন তার প্রেমিক যশ।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, সবকিছু ঠিক থাকলে আগামীকাল (২৬ আগস্ট) নতুন অথিতে আসবে নুসরাতের কোল জুড়ে।

এদিকে, মঙ্গলবার বিকেলে যশ ও নুসরাত তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে বেশ কিছু ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছিল একটি রেস্তোরাঁয় একান্তে সময় কাটাচ্ছিলেন তারা।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, ছবিতে দেখা গিয়েছিল একই রকম ডিজাইনের টি-শার্টও পরেছিলেন ‘যশরত’।