সালমানকে আটকে শাস্তি নয়, পুরস্কার পাচ্ছেন সিআইএসএফ কর্মকর্তা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খান

সালমান খান

‘টাইগার থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান খান। এই ছবির শুটিংয়ের জন্যই সম্প্রতিত রাশিয়া গিয়েছেন বলিউডের এই অভিনেতা।

আর রাশিয়া যাওয়ার সময়ই বলিউডের এই সুপারস্টারকে বিমানবন্দরে আটক করেছিলেন সোমনাথ মোহান্তি নামে এক সিআইএসএফ কর্মকর্তা।

বিজ্ঞাপন

পেশাদার ভঙ্গিতে সালমানকে থামিয়ে সোমনাথ মোহান্তির নির্দেশ দেন বলি-তারকা যেনো বিমানবন্দরের ভেতরে প্রবেশের আগে নিরাপত্তা সম্পর্কিত যে সমস্ত নির্দেশ রয়েছে তা পালন করেন। পরে তার কথা মতো সেই সবকিছুই মেনে বিমানবন্দরে প্রবেশ করেন অভিনেতা।

এই ঘটনার পরই খবর ছড়িয়ে পড়ে, অভিনেতাকে যে সিআইএসএফ-এর যে কর্মকর্তা বাঁধা দিয়েছেন তিনি শাস্তির মুখে পড়েছেন। এমনকি তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলেও শোনা গিয়েছিলো।

বিজ্ঞাপন

তবে চমকপ্রত তথ্য হলো- সোমনাথ মোহান্তি শাস্তি না বরং তিনি পাচ্ছেন পুরস্কার।

সিআইএসএফ-র টুইটার পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে জানানো হয়, ‘যে খবর ঘুরছে তা ঠিক নয়। বরং যে কর্মকর্তাকে নিয়ে কথা হচ্ছে, তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে ডিউটির ক্ষেত্রে, তার কর্মনিষ্ঠার জন্য।’