অভিনয়ের আগে কয়লার খনিতে কাজ করতেন অমিতাভ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘কালা পাথথার’ ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন

‘কালা পাথথার’ ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন

বলিউড ইন্ডাস্ট্রির শাহেনশাহ তিনি। কিংবদন্তি, মেগাস্টার, বিগ-বি নানা পরিচয়ে পরিচিত তিনি। কিন্তু এই উপাধিগুলো নিজের নামের সঙ্গে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে তাকে। কথা হচ্ছে, অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে।

জানেন এই বলিউডের এই শাহেনশা অভিনয়ে নিজের ক্যারিয়ার শুরুর আগে কয়লার খনিতে কাজ করতেন?

বিজ্ঞাপন

সম্প্রতি ৪২ বছর পূর্ণ করেছে অমিতাভ বচ্চন অভিনীত ‘কালা পাথথার’ ছবির। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে কয়লাখনির এক কর্মচারী হিসেবে দেখা গিয়েছিলো অমিতাভকে।

অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘কালা পাথথার’এর কোলাজ শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘কালা পাথথার’এর ৪২ বছর…!! হুহ!! অনেকগুলো বছর… অনেক ঘটনা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ছবিতে যখন আমি কলকাতা কোম্পানির কয়লা বিভাগে কাজ করেছি, চলচ্চিত্রে যোগ দেওয়ার আগে আমার প্রথম কাজ.. আসলে ধানবাদ এবং আসানসোলের কয়লা খনিতে কাজ করা...।’

বিজ্ঞাপন

ফিল্মি ক্যারিয়ারে প্রবেশের আগে কলকাতার এক কোম্পানিতে চাকরি করতেন অমিতাভ। যেই সংস্থার কয়লা খনি ছিল আসানসোল আর ধানবাদে। আর নিজের জীবনের সেই অজানা কথাই অমিতাভ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।