ছয় মাস পূর্ণ করলো কারিনা পুত্র জেহ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা কারিনা কাপুর খানের কোলে জেহ

মা কারিনা কাপুর খানের কোলে জেহ

বর্তমানে বাবা সাইফ আলি খান, মা কারিনা কাপুর খান ও বড় ভাই তৈমুর আলি খানের সঙ্গে মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন জেহ আলি খান। গত ১৬ আগস্ট ৫১ বছরে পা দিয়েছেন সাইফ। আর বিশেষ এই দিনটি একটু বিশেষভাবে উদযাপন করতেই মালদ্বীপ ভ্রমণে বেরিয়েছেন তারা।

চমকপ্রদ তথ্য হলো- মালদ্বীপে সাইফ আলি খান ৫১ বছর জন্মদিন পালন করেছেন আর তার ছেলে পূর্ণ করেছেন জন্মের ছয় মাস।

বিজ্ঞাপন

ছেলের ছয় মাস পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর খান। যেখানে দেখা যাচ্ছে, একটি কুঁড়ে ঘরের ছায়ায় ছেলে জেহকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কারিনা। চুমু দিচ্ছেন তার মাথায়। আর সামনে দেখা যাচ্ছে সাদা পাথর ও নীল জল।


ছবিটির ক্যাপশনে কারিনা কাপুর খান লিখেছেন, “আমার জীবনের আনন্দের ছয় মাস।”

বিজ্ঞাপন

ভালোবেসে ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। এরপর ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান তৈমুর আলি খান। পরে গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হন কারিনা।