তৃতীয় দফা রিমান্ড শেষে আদালতে পরীমণি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরীমণি

পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে হাজত খানায় রাখা হয়।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ আগস্ট ছয় দিনের রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার করা হয় পরীমণিকে।

বিজ্ঞাপন