জন্মভূমি আফগানিস্তান নিয়ে যা বললেন সেলিনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেলেনা জেটলি

সেলেনা জেটলি

অশান্ত আফগানিস্তান। তালিবানি সন্ত্রাসে ঝাঁজরা হয়ে গিয়েছে গোটা একটা দেশ। চারদিকে হাহাকার। বন্দুকের নলের সামনে বাঁচার তীব্র আকুতি। ‘কাবুলিওয়ালার দেশে’র এই পরিস্থিতির সাক্ষী সারা বিশ্ব।

অসহায় আফগানদের অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না অনেকেই। ঠিক এরকমই অবস্থা বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির।

বিজ্ঞাপন

সেলিনা জেটলি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বলেন, ‘অনেকেই আমাকে ফোন করেছেন, অনেকেই জিজ্ঞেস করছেন আফগানিস্তান নিয়ে কেন আমি চুপ রয়েছি। কেন আমি কোনও প্রতিক্রিয়া দিচ্ছি না। আমার এই চুপ থাকাটাকে দুর্বলতা হিসেবে ধরে নেবেন না। আমি এড়িয়েও যেতে চাইছি না। আসলে আফগানিস্তানের অবস্থা দেখে আমি স্তম্ভিত। বিশ্বাসই করতে পারছি না, আমার জন্মভূমিতে এসব ঘটছে। চিন্তা হচ্ছে আফগানিস্তানে এবং গোটা দুনিয়ায় ছড়িয়ে থাকা আফগান মানুষদের জন্য। সেই মানুষদের জন্য কষ্ট হচ্ছে, যারা নতুন করে আফগানিস্তানকে গোটা দুনিয়ার কাছে তুলে ধরছিলেন। তাঁদের এই প্রচেষ্টা একেবারেই চূর্ণ হয়ে গেল। নিজেকে অসহায় লাগছে। ভিতর থেকে ভেঙে গিয়েছি। হ্যাঁ, আমি ভাগ্যবান যে আফগানিস্তানের সঙ্গে নাড়ির টান থাকলেও, আমি এখন সেই দেশে থাকি না। আর এটা সম্ভব হয়েছে, আমার প্রপিতামহীর জন্যই, যিনি সাহস করে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। ভারত এমন এক দেশ, যা আমাদের পরিবারকে সম্মান দিয়েছে। মাথায় ছাদ দিয়েছে। আর সেই কারণেই আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। বলতে পারছি আমার ক্ষোভ, আমার প্রতিবাদের কথা…’

যোগ করে সেলিনা আরও বলেন, ‘আমার প্রপিতামহী ছিলেন এক সুন্দরী আফগান রিফিউজি। আফগানিস্তানের নিপীড়নের হাত থেকে বাঁচতে ভারতে এসে আশ্রয় নেন। ভারতেই সম্মান ফিরে পান তিনি। তারই রক্ত আমার শরীরে বইছে। তাই তো আফগানিস্তানের সঙ্গে নাড়ির টান রয়েছে। কেঁপে উঠছি দেখে আফিগানিস্তানের ছবি। অসহায় লাগছে। প্রার্থনা করছি সব ঠিক হয়ে যাক!’

বিজ্ঞাপন