স্ত্রীর রিভিউ দেখে আনন্দিত অক্ষয়

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘বেল বটম’। আজ (১৯ আগস্ট) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবিটি।

এদিকে, করোনা মহামারির কোপ পড়ার পর থেকে এই প্রথম এতো বড় বাজেটের কোনও ছবি মুক্তি পেলো সিনেমা হলে। ফলে স্বভাবতই এই ছবির সাফল্যের দিকে তাকিয়ে আছেন অনেকেই।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, খিলাড়ি তারকার অভিনীত ছবিটি নাকি ইতিমধ্যে দর্শকমহলে বেশ সাড়া ফেলছে। এরইমধ্যে রিভিউ দিয়েছেন অনেকেই। যার বেশিরভাগই ছিলো প্রসংশনীয়।

ছবিটি দেখার পর রিভিউ দিয়েছেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে টুইঙ্কেল লিখেছেন, ‘দেখে মনে হতে পারে আমরা পার্কে ঘুরতে বেরিয়েছি, কিন্তু আমরা চলেছি আরও ভালো জায়গায়, মিস্টার কে-র অসাধারণ ছবি ‘বেল বটম’র স্ক্রিনিংয়ে।’

বিজ্ঞাপন

সঙ্গে মাস্ট ওয়াচ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন টুইঙ্কল।

টুইঙ্কলের এই পোস্টে বউয়ের সঙ্গে প্রকাশ্যে মজা করার সুযোগ ছাড়েননি অক্ষয়। কমেন্টে তিনি লিখেছেন, ‘যখন ও আমার ছবির প্রশংসা করে তখন পার্কেই ঘুরছি মনে হয়। ‘বেল বটম’ মাস্ট ওয়াচ। ও বলেছে, আমি নই কিন্তু!’

অক্ষয়ের ছবির প্রশংসা টুইটারে করেছেন অজয় দেবগণ লিখেছেন, ‘প্রিয় আক্কি, সবার থেকে শুনছি ‘বেল বটম’ খুব ভালো হয়েছে। শুভেচ্ছা। আর তোমার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্তও সঠিক। তোমার পাশে আছি এতে।’

স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘বেল বটম’। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ভারতে যে লাগাতার হাউজ্যাক করার ঘটনা ঘটতে থাকে সেই সব সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে সিনেমাটি। ছবিটি ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি।

‘বেল বটম’ প্রযোজনা জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ ও নিখিল আডভানি। ছবিটি পরিচালনা করেছেন রণজিৎ এম তিওয়ার়ি।