প্রথমবার শাহরুখ-সানিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান ও সানিয়া মালহোত্রা

শাহরুখ খান ও সানিয়া মালহোত্রা

‘জিরো’ ছবির ব্যর্থতার পর যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর মধ্য দিয়ে বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন বলিউডের এই অভিনেতা। এতে কিং খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। থাকছেন জন আব্রাহামও।


‘ওম শান্তি ওম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ পর তৃতীয়বার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন শাহরুখ-দীপিকা।

বিজ্ঞাপন

‘পাঠান’র কাজ শেষ হতে না হতেই শোনা যাচ্ছে- শাহরুখ খান নাকি দক্ষিণের পরিচালক অ্যাটলির পরবর্তী ছবিতে কাজ করতে যাচ্ছেন। যেখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।

এখানেই শেষ নয়, ছবির কাস্টিংয়ে থাকছে আরও চমক। অ্যাটলি-শাহরুখের প্রথম মেগাভেঞ্চারে কাজ করতে যাচ্ছেন ‘দঙ্গল’ ছবির অভিনেত্রী সানিয়া মালহোত্রাও। ইতিমধ্যে ছবিটির স্ক্রিপ্ট নিয়ে অভিনেত্রীর সঙ্গেও কথাও বলেছেন পরিচালক। আর তাতে সম্মতিও দিয়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

‘বাধাই হো’, ‘লুডো’ , ‘পাগলেট’-এর মতো একের পর এক হিট ছবিতে কাজ করে এই মূহুর্তে বলিউডে নিজের জায়গা যথেষ্ট পাকা করে ফেলেছেন সানিয়া।