সাবেক প্রেমিকের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট

সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। তবে হঠাৎ করেই ভেঙে যায় সেটি। তবে সেসব অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছেন সিদ্ধার্থ-আলিয়া।


বর্তমানে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন আলিয়া ভাট। আর সিদ্ধার্থের মন দেওয়া-নেওয়া চলছে কিয়ারা আদভানির সঙ্গে। যদিও বা তারা এখনও প্রেমের বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বিজ্ঞাপন

এদিকে, সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকে গেলেও সাবেক প্রেমিকের অভিনয়ে মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে ভোলেননি আলিয়া।


সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’। যা এরইমধ্যে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে ছবিটি দেখেছেন আলিয়া ভাটও। আর সেটি দেখার পরই সাবেক প্রেমিকের অভিনয়ে মুগ্ধ হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সাবেক প্রেমিকের প্রশংসা করে আলিয়া ভাট লিখেছেন- ‘সত্যিই তুমি বিশেষ।’


সেই সঙ্গে সিদ্ধার্থ-আলিয়াকে ট্যাগ করে আলিয়া আরও লিখেছেন, “অবশ্যই দেখবেন। ছবিটি আপনাকে হাসাবে কাঁদাবে। সবকিছুই আছে এতে। তুমি সত্যিই অসাধারণ সিদ্ধার্থ। আর কিয়ারা আমার বিউটিফুল। সম্পূর্ণ টিমের জন্য রইলো শুভকামনা। দারুণ একটি ছবি।”

সাবেক প্রেমিকার পোস্টের জবাবে সিদ্ধার্থ লিখেছেন, “ধন্যবাদ আলিয়া।”