‘এ শূন্যতা পূর্ণ হওয়ার নয়’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মন্দিরা বেদী ও রাজ কৌশল

মন্দিরা বেদী ও রাজ কৌশল

বেঁচে থাকলে আজ হাফ সেঞ্চুরি করতেন পরিচালক-প্রযোজক রাজ কৌশল। ৫০তম জন্মদিনের কেক কাটতেন তিনি। কিন্তু গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৯ বছরে না ফেরার দেশে পাড়ি জমান রাজ।

স্বামীর জন্মদিনে মন্দিরার শেয়ার করা ছবিটি

প্রয়াত স্বামীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন মন্দিরা বেদী।

বিজ্ঞাপন

ছবিটির ক্যাপশনে মন্দিরা লিখেছেন, ‘১৫ আগস্ট আমরা সব সময় সেলিব্রেট করতাম। স্বাধীনতা দিবস এবং রাজের জন্মদিন। শুভ জন্মদিন রাজি…। আমরা তোমাকে মিস করছি। আশা করি তুমি আমাদের দেখছো এবং সব সময় আমাদের সঙ্গে আছো, যেমন আগেও থাকতে। এ শূন্যতা পূর্ণ হওয়ার নয়। আশা করছি তুমি ভালো জায়গায় রয়েছো। শান্তি এবং ভালোবাসা ঘিরে রয়েছে তোমাকে।’


বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাজ কৌশল। এরপর ক্যামেরার পেছনে চলে যান রাজ। পরিচালনা করেছেন ‘পেয়ার মে কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’ ও থ্রিলার ‘অ্যান্টনি কৌন হ্যায়?’ ছবি পরিচালনা করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি প্রথম দুটি ছবি প্রযোজনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

১৯৯৯ সালে মন্দিরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজ। ২০১১ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান বীর। এরপর ২০২০ সালে একটি কন্যা দত্তক নিয়েছিলেন তারা। নাম রেখেছিলেন তারা বেদী কৌশল।