লিসার মেয়ে লারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়ের সঙ্গে লিসা হেডন

মেয়ের সঙ্গে লিসা হেডন

তৃতীয় সন্তানের মা হয়েছেন মডেল-অভিনেত্রী লিসা হেডন। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই তারকা। গত জুনে এমনটাই গুঞ্জন শোনা গিয়েছিলো।


গুঞ্জন বলার কারণটি হচ্ছে, কেননা লিসা তার তৃতীয় সন্তান আগমনের বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সেসময়।

বিজ্ঞাপন

অবশেষে তৃতীয় সন্তান আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন লিসা হেডন। তবে একটু ভিন্নভাবে।


সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট ছিলো না লিসার স্বামী ডিনো লালাভানির। শনিবার (১৪ আগস্ট) ইনস্টা জগতে পা রেখেছেন ডিনো। আর তার প্রথম পোস্টটিতেই তিনি স্ত্রী ও মেয়ের ছবি পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

স্ত্রী-কন্যার ফটোশুটের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের সঙ্গে নিজের সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।


ডিনোর শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, মেয়েকে বুকের মধ্যে আগলে রেখেছেন লিসা হেডন। এসময় লিসার পরনে কখনও কালো কোর্ট আবার কখনও কালো নেটের টপস দেখা গেছে।

শুধু মেয়ের সঙ্গে পরিচয় নয়, তার নামটিও ঘোষণা করেছেন ডিনো। এই দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন লারা।