১১ আগস্ট শুরু হচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’র শেষ ভাগের শুটিং

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাকিব খান ও বুবলী

শাকিব খান ও বুবলী

১১ আগস্ট থেকে বিএফডিসিতে শুরু হবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’র শেষ লটের শুটিং।

গত ২৫ মে মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। গত ১৭ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা ৫দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য ২ দিনের বিরতি দিয়ে গত ২৪জুন পুনঃরায় শুরু হয় শুটিং। লকডাউকের কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় কিছু কাজ অবশিষ্ট থেকে যায়।

বিজ্ঞাপন

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করলেও লকডাউন এবং করোনা পরিস্থিতির কারণে আমরা শুটিং স্থগিত করি। আগামীকাল ১১ আগস্ট থেকে অবশিষ্ট শুটিং শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয় পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর সাথে।

বিজ্ঞাপন

পরিচালক তপু খান বলেন, “এ লটের শুটিং শেষ করেই আমরা পোস্ট প্রোডাকশনে চলে যাবো। প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিডেটের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই অবশিষ্ট কাজ শেষ করতে চাই।”