সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন সোহিনী-রণজয়

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু

সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু

টলিপাড়ায় বাজতে যাচ্ছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। সবকিছু ঠিক থাকলে বছর শেষেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তারা।


দুই বছর ধরে চলছে সোহিনী-রণজয়ের মন দেওয়া-নেওয়া। তবে অন্যান্য তারকাদের মতো প্রেমের সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক করেননি এই অভিনেত্রী। গত বছর লকডাউনের সময় আরও গাঢ় হয়েছে তাদের প্রেমের রঙ, সেই সময় থেকে লিভ-ইন করছেন এই কপোত-কপোতি।

বিজ্ঞাপন

বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোহিনী বলেন, ‘আমি-রণজয় দুজনেই একে অপরের সঙ্গে খুব কমফরটেবল। তাই বিয়ের ভাবনা শুরু করেছি। রণজয় চায় এই বছরের শেষেই বিয়েটা সেরে ফেলতে, কিন্তু আমার আত্মীয়-বন্ধুবান্ধবের সংখ্যাটা কম নয়। দুজনের পরিবার-বন্ধু মিলিয়ে যে সংখ্যা দাঁড়াবে তাতে করোনা পরিস্থিতি বিয়েটা কীভাবে সম্ভব সেটাই বুঝতে পারছি না।’


রণজয় বলেন, ‘হঠাৎ করে বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। সেটাই হবে আসল মজা।’

বিজ্ঞাপন

এরপরই সোহিনী বলেন, ‘বিয়েটা হবে হবে… এই ব্যাপারটার মধ্যে একটা দুর্গাপুজো এগিয়ে আসছের মতো অনুভূতি রয়েছে… সেটা এনজয় করছি এখন।’