প্রথমবার বাংলা রিয়ালিটি শোতে সানি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সানি লিওন

সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন প্রথমবার হাজির হলেন কোনো বাংলা রিয়ালিটি শোতে।

‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে সানি লিওন

রোববার (২৫ জুলাই) ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় মৌসুমের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সেই মঞ্চেই নিজের ম্যাজিক দেখিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

‘ডান্স ডান্স জুনিয়র’-এর বিচারকের আসনে ছিলেন হার্টথ্রব নায়ক দেব এবং মনামী ঘোষ। অন্যদিকে মহাগুরুর আসনে দেখা মিলেছিলো মিঠুন চক্রবর্তীর।

‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে সানি লিওন

অনুষ্ঠানে দেব-মনামী-মিঠুনের সঙ্গে বসে খুদেদের নাচ উপভোগ করেছেন সানি লিওন। সেই সঙ্গে কোমরও দুলিয়েছেন এই বলি সুন্দরী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সানি পরেছিলেন অফ হোয়াইট বিকিনি টপ আর প্যান্ট, এক কাঁধে প্লিট করে বাঁধা ছিলো ওড়না এবং তার কোমরে জ্বলজ্বল করছে সোনালি রঙা বেল্ট।

‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে সানি লিওন

শিগগিরই টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় মৌসুমের গ্র্যান্ড ফিনালে।