বাজতে যাচ্ছে ঋতাভরীর বিয়ের সানাই

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

বাজতে যাচ্ছে ঋতাভরী চক্রবর্তীর বিয়ের সানাই। ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন টালিউডের এই অভিনেত্রী! আর এ বছরের শেষে নাকি হতে যাচ্ছে তার বাগদান!


সম্প্রতি এমনটাই গুঞ্জন উঠেছে টালিউড ইন্ডাস্ট্রিতে। যদিও বা বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ ঋতাভরী। এ প্রসঙ্গে তার ভাষ্য, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত জীবন। তাই এটি নিয়ে এখনই কোনো কথা বলতে চান না তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে যাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। ছয় মাস আগেই তাদের আলাপ হয়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে খুশি দু’জনেই। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা।


সবশেষ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে দেখা গেছে ঋতাভরী চক্রবর্তীকে। এছাড়া ‘এফআইআর’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে সেটি।

বিজ্ঞাপন