স্ত্রী ঘুমালে শ্যালিকাকে নিয়ে পার্টি করতেন রাজ!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিল্পা শেঠি, শামিতা শেঠি ও রাজ কুন্দ্রা

শিল্পা শেঠি, শামিতা শেঠি ও রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। রাখা হয়েছে পুলিশি হেফাজতে। আগামী ২৭ জুলাই পর্যন্ত সেখানেই থাকবেন রাজ। এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে।


এদিকে, যতো দিন যাচ্ছে, ততোই যেনো আগুনের মতো ছড়াচ্ছে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতির খবর। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে রাজের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তবে, এবার নিজের করা একটি মন্তব্যের জন্য বিপাকে পড়তে হলো রাজ কুন্দ্রাকে।

শামিতা শেঠি, কপিল শর্মা, শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

দীর্ঘদিন আগে স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শামিতা শেঠির সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন রাজ কুন্দ্রা। সেখানেই মজা করে তিনি বলেছিলেন, ‘শিল্পা ৭টায় খাবার খেয়ে রাত ৯টার মধ্যে বই পড়ে ঘুমিয়ে পড়ে। আর তারপর আমি পার্টি করতে হলে সোজা ফোন দেই শামিতাকে। কারণ আমরা দু’জনেই পার্টি করতে ভালোবাসি। এই কারণেই তো ওকে বিয়ের জন্য আমি এখনও জোর করছি না।’

বিজ্ঞাপন

রাজের এই মন্তব্য নিয়েই এখন তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেই ক্লিপটি এখন।

শ্যালিকার দিকে কেনো এরকম নজর ছিলো রাজ কুন্দ্রার? বউয়ের অনুপস্থিতিতে কেনো পার্টি করতেন? এমন নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। করেছেন কুরুচিকর মন্তব্যও।