পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। রাখা হয়েছে পুলিশি হেফাজতে। আগামী ২৭ জুলাই পর্যন্ত সেখানেই থাকবেন রাজ। এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে।
এদিকে, যতো দিন যাচ্ছে, ততোই যেনো আগুনের মতো ছড়াচ্ছে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতির খবর। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে রাজের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
তবে, এবার নিজের করা একটি মন্তব্যের জন্য বিপাকে পড়তে হলো রাজ কুন্দ্রাকে।
দীর্ঘদিন আগে স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শামিতা শেঠির সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন রাজ কুন্দ্রা। সেখানেই মজা করে তিনি বলেছিলেন, ‘শিল্পা ৭টায় খাবার খেয়ে রাত ৯টার মধ্যে বই পড়ে ঘুমিয়ে পড়ে। আর তারপর আমি পার্টি করতে হলে সোজা ফোন দেই শামিতাকে। কারণ আমরা দু’জনেই পার্টি করতে ভালোবাসি। এই কারণেই তো ওকে বিয়ের জন্য আমি এখনও জোর করছি না।’
বিজ্ঞাপন
রাজের এই মন্তব্য নিয়েই এখন তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেই ক্লিপটি এখন।
শ্যালিকার দিকে কেনো এরকম নজর ছিলো রাজ কুন্দ্রার? বউয়ের অনুপস্থিতিতে কেনো পার্টি করতেন? এমন নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। করেছেন কুরুচিকর মন্তব্যও।
গতকাল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে কলকাতার সিনেমা ‘পদাতিক’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার কেন্দ্রীয় চরিত্র মৃনাল সেনের (প্রখ্যাত নির্মাতা) চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। বরাবরের মতোই অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন তিনি। তবে এমন একটি বৈচিত্রময় এবং বিখ্যাত চরিত্রে চঞ্চলের অভিনয় যেন অন্য মাত্রা পেয়েছে। তিনি নিজেই যেন নিজেকে ছাড়িয়ে গিয়েছেন।
চলচ্চিত্র উৎসবের দর্শকের মধ্যে সেই প্রশংসার রেশ যেতে না যেতেই চঞ্চল তার নতুন কাজের খবর নিয়ে হাজির। বেশ লম্বা বিরতির পর নতুন ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকের সামনে আসছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ নিয়ে আসছে ৩০ জানুয়ারি ফিরছেন চঞ্চল। গতকাল (১৬ জানুয়ারি) বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ’ফেউ’–এর টিজার। যেখানে একটি সংলাপে শোনা যায়, ’ও সুনীল দা, ফেউ কারা?’ উত্তরে শোনা যায়, ’এজেন্ট। সরকারি গোয়েন্দাগে এজেন্ট কয়।’
‘ফেউ’ শব্দের আভিধানিক অর্থ শৃগাল বা অন্যভাবে বললে বাঘের পেছন থেকে ডেকে ডেকে বাঘের আগমন জানিয়ে দেয় এমন শৃগাল। অর্থাৎ চালাক প্রকৃতির বলা যায়। অনুসরণকারী হিসেবেও ফেউ–এর ব্যবহার দেখা যায়। ফেউলাগা মানে কারও পেছনে লেগে তাকে ক্রমাগত উত্ত্যক্ত বা বিরক্ত করা।
সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু।
নির্মাতা বলেন, ‘পুরো গল্প জুড়েই ফেউ শব্দটার উপস্থিতি আছে। গল্পের রাজনৈতিন বর্ণনাতেও ফেউ প্রাসঙ্গিক। মানুষের স্বভাবজাত আতঙ্ক, ভয় যখন দৈনন্দিন হয়ে যায় তখনও সেটা ফেউ শব্দ দিয়ে বোঝান সম্ভব। এই আতঙ্কের মধ্যে বসবাস এবং উতড়ে যাওয়ার গল্প নিয়ে ’ফেউ’ সিরিজ। তাই সিরিজের নামকরণ ’ফেউ’ সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে।”
সিরিজে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন সুনীল চরিত্রে। সিরিজে তিনি একজন ফটোগ্রাফার। ফেউ–তে ইতিহাসের একটা ছায়া রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। সেই ঘটনাগুলোর অনেক তথ্য সুনীল তার ক্যামেরায় ধরে রাখে বলে জানান চঞ্চল চৌধুরী। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ’আমরা যখন শুটিং করেছি তখন ছিল প্রচণ্ড ঠাণ্ডা। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠাণ্ডা লাগত। আমি শিতের জামা–কাপড় পরেই ঘুমাতাম। তবে ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। আমাদের লঞ্চ যেখানে নোঙর করা ছিল, সেখানে ছিল কুমিরটা। সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমিরসহ বিভিন্ন পশু–পাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল।’
কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। চরিত্র নিয়ে তিনি বলেন, ’কাজী চরিত্রটি এই এলাকায় প্রভাবশালী মানুষ। রাজনীতির সঙ্গে সে খুব বেশিভাবে জড়িত। সব জায়গায় তার কর্তৃত্ব আছে কিন্তু সেটা সে বোঝাতে চায় না। এর মধ্য দিয়ে ওই এলাকার রাজনীতি বেশ ভালোভাবে উঠে এসেছে বলে আমার মনে হয়।’
তারিক আনাম খান জানান, খুলনা অঞ্চলে তার জন্ম ও বেড়ে ওঠা কিন্তু তিনি কখনও সুন্দরবন দেখেননি। এবারই প্রথম তিনি সুন্দরবনের একদম ভেতরে গিয়ে শুটিং করেছেন। অভিনেতা বলেন, ‘‘আামার এলাকার ভাষার ব্যবহারে আমার খুব আরাম লেগেছে। কিছু বিষয় কানে লেগে আছে। আমাকে দেখে অনেকে বলেছে, ’উরে বাবারে আপনারে এতদিন পরে দেখলাম, সেই ছোট বেলায় দিখিছি। টেলিভিশনে দেখতি যাতাম ৫ মাইল দূরি। উরি আল্লাহ এ কি দেখতিছি, আপনারে একটু ছুঁয়ে দেখি।’ সাধারণ ভাষায় হৃদয়ের কথা বলে দিল, খুব ভালো লেগেছে আমার।”
১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগণা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে ’ফেউ’ নির্মিত হলেও সিরিজটি ফিকশনাল। এর গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ। ইতিহাসের সঙ্গে নিজের দেখা চরিত্র, নিজের জানা ঘটনা, নিজের অঞ্চলের গল্প সিরিজে তুলে ধরেছেন বলে জানান নির্মাতা।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এমফিসেমা রোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ডেভিডের মৃত্যুর খবরের তথ্যটি প্রকাশ করে ইউএস ম্যাগাজিন ভ্যারাইটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডেভিড আর নেই। আশা করছি, ভক্তদের হৃদয়ে স্থান রয়েছে ডেভিডের। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়।
২০২৪ সালের আগস্টে ডেভিড জানিয়েছিলেন, তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে নিজের শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করে বলেন, আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।
মূলধারার সিরিজে উদ্ভট, র্যাডিকাল এবং পরীক্ষামূলক বিষয় নিয়ে সফল নির্মাতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ডেভিড। শুধু তাই নয়, ১৯৯০ সালে লেখক মার্ক ফ্রস্টের সঙ্গে ‘টুইন পিকস’ ড্রামা নির্মাণ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। আমেরিকান টিভিতে বিপ্লব আনে এই সিরিজটি।
ড্রামায় এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রটি করেছেন কাইল ম্যাকলকলেন। বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান তিনি। এ দিকে, বেস্ট ডিরেক্টর হিসেবে চারবার অস্কারে মনোনীত হয়েছেন লিঞ্চ। এ ছাড়াও লাইফটাইম অনারারি অস্কার পেয়েছেন তিনি।
এ প্রজন্মের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে এই অভিনেত্রী ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেছেন। সেইসঙ্গে জানিয়েছেন সুখবরও। অচিরেই বাংলাদেশ ও মালয়েশিয়া শুরু করবেন ‘কিউট অ্যান্ড ক্লাসি’ নামের পার্লারের ব্যবসা।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘জন্মদিনে একটি খুশির খবর সবার সঙ্গে ভাগ করতে চাই, অনেক আগে থেকেই আমার কিউট অ্যান্ড ক্লাসি নামের পার্লারের ব্যবসা ছিল। মাঝে এটা বন্ধ ছিল। তবে খুব শিগগিরই ঢাকা ও মালয়েশিয়ায় এটি পুনরায় শুরু করব। বর্তমানে এর প্রস্তুতি চলছে।’
যোগ করে তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই জানাতে পারব। এ বছরটি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। নাটক, সিনেমা এবং ওটিটি সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
৯ বছরেরও বেশি সময় ধরে নাটক, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি প্রিয়াঙ্কা নতুন তিনটি একক নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’, ‘বরিশালে শ্বশুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। শিগগিরই নাটক তিনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন এই অভিনেতা। গত ২০ সেপ্টম্বর ছবিটি মুক্তি পায়। কথা ছিল ছবি মুক্তির সময় কলকাতায় থাকবেন তিনি, চালাবেন প্রচারণা। কিন্তু ভারত-বাংলাদেশের পরিবর্তিত কুটনৈতিক পরিস্থিতির কথা সকলেরই জানা। তাই ভারতের পাননি তিনি।
বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর কলকাতার চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই সময়েও নিজের ছবির মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এরপর অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। অপূর্ব ভিসা না হওয়ার সময়েই বাংলাদেশে অভিনেত্রী পরীমণির ব্যাপারে আশঙ্কা তৈরী হয়েছিলো যে তার ছবি মুক্তির সময় একই ঘটনা ঘটতে পারে।
অবশেষে তাই হলো! পরীমণি নিজেই আজ (বৃহস্পতিবার) বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে সে কথা জানিয়েছেন। পরী লিখেছেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার ‘
পরী আরও লিখেছেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্য’কে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম……. প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’
‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।