কন্যার মা হলেন দিলীপ কুমারের নাতনি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সায়েশা সেইগাল

সায়েশা সেইগাল

নতুন অতিথি এলো প্রয়াত কিংবদন্তি তারকা দিলীপ কুমার ও সায়রা বানু দম্পতির নাতনি অভিনেত্রী সায়েশা সেইগাল ও অভিনেতা আরিয়ার ঘরে। শুক্রবার (২৩ জুলাই) ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সায়েশা।

দিলীপ কুমার-সায়রা বানু ও পরিবারের সঙ্গে সায়েশা

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন আরিয়ার ভাই অভিনেতা-প্রযোজক বিশাল।

বিজ্ঞাপন

প্রযোজক সুমিত সেইগাল-অভিনেত্রী শাহিন বানুর মেয়ে সায়েশা ২০১৫ সালে তেলেগু ছবি ‘আখিল’-এর মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখে। এরপর ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘শিবায়’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় তার। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন অভিনেতা অজয় দেবগণ।

স্বামী আরিয়ার সঙ্গে সায়েশা

এদিকে, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাজনিকান্ত’ ছবিতে কাজ করতে গিয়ে পরিচয় হয় আরিয়া-সায়েশার। দু’জনে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ছবিটিতে। সেই থেকেই শুরু হয় তাদের মন দেওয়া-নেওয়া।

বিজ্ঞাপন

পরে ২০১৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সায়েশা-আরিয়া। হায়দ্রাবাদের তাজ ফলকনামা প্যালেসে মুসলিম রীতিতে সম্পন্ন হয়েছিলো এই তারকা দম্পতির বিয়ের সকল আনুষ্ঠানিকতা।