লন্ডনে দেশি খাবার দেখেই পরিণীতির চোখে জল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লন্ডনের একটি রেস্টুরেন্টে ভারতীয় খাবার খাচ্ছেন পরিণীতি চোপড়া

লন্ডনের একটি রেস্টুরেন্টে ভারতীয় খাবার খাচ্ছেন পরিণীতি চোপড়া

সেই মার্চ থেকে নিজের দেশ ছেড়ে সাত সমুদ্র তের নদী দূরে রয়েছেন পরিণীতি চোপড়া। ঘুরে বেড়াচ্ছেন এ দেশ থেকে সে দেশ।

মাসের পর মাস দেশ থেকে দূরে থাকার ফলে ঘরের নিজ দেশের খাবারের স্বাদ ভীষণ মিস করছিলেন বলিউডের এই অভিনেত্রী। তাইতো বিদেশের মাটিতে বসেই সম্প্রতি ভারতীয় খাবারের স্বাদ নিতে দেখা গেলো এই বলি সুন্দরীকে।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরিণীতি চোপড়া। যেখানে লন্ডনের একটি রেস্টুরেন্টে বসে ভারতীয় খাবারের স্বাদ নিতে দেখা গেছে তাকে।

বিদেশের মাটিতে বসে নিজ দেশের খাবারের স্বাদ নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। তাইতো নিজের শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আপনি তখনই সেই জিনিসটির ‍গুরুত্ব বুঝবেন যখন আপনি সেটির থেকে দূরে থাকবেন।”

বিজ্ঞাপন

যোগ করে পরিণীতি চোপড়া আরও লিখেছেন, “গত মার্চ থেকে আমি ভারতে নেই। কিন্তু গত রাতে সাধারণ ভারতীয় খাবার ডাল, রুটি ও ভাত আমার চোখে পানি এনে দিয়েছিলো। ধন্যবাদ ‘কপারচিমনি ইউকে’ (রেস্টুরেন্টের নাম) আমাকে ঘরোয়া স্বাদ অনুভব করানোর জন্য।”

বর্তমানে লন্ডনে রয়েছেন পরিণীতি চোপড়া। এর আগে তুর্কি ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন বলিউডের এই অভিনেত্রী।