সদ্য বিবাহিত ইয়ামিকে ইডির সমন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়ামি গৌতম

ইয়ামি গৌতম

গত মাসে পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম। সম্প্রতি স্বামীকে নিয়ে ফিরেছেন মুম্বাইয়ে। আর এরইমধ্যে ঝামেলায় পড়তে হলো বলিউডের এই অভিনেত্রীকে।

ইয়ামি গৌতম

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন পাঠিয়েছে ইয়ামি গৌতমকে।

বিজ্ঞাপন

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা গেছে- ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বলিউডের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ইয়ামি গৌতম

ইয়ামির বিরুদ্ধে উঠা এই অভিযোগের তদন্ত করছে ইডির জোন ২-র কর্মকর্তারা। এই নিয়ে দ্বিতীয়বার ইডির পক্ষ থেকে সমন পাঠানো হলো তাকে।

বিজ্ঞাপন

কাজের দিক থেকে এই মুহূর্তে ‘এ থার্সডে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ইয়ামি গৌতম।