মেয়ের মা হলেন লিসা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিসা হেডন

লিসা হেডন

গত ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়ে লিসা হেডন জানিয়েছিলেন এবার তিনি মেয়ের মা হতে যাচ্ছেন। শোনা যাচ্ছে- ইতিমধ্যেই নাকি তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা লিসা হেডন

তবে লিসার তৃতীয় সন্তান জন্মের বিষয়টি নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। কেননা ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এখনও পর্যন্ত তার তৃতীয় সন্তান আগমণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বিজ্ঞাপন

সম্প্রতি লিসা হেডনের এক ভক্ত কমেন্ট বক্সে মন্তব্য করে জানতে চেয়েছিলেন, তার তিন সন্তান কোথায়? যার জবাবে বলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘আমার বাহুতে।’

স্বামী ও দুই ছেলের সঙ্গে লিসা হেডন

লিসার এমন মন্তব্যের পর থেকেই ভক্তরা মনে করছেন তিনি হয়তো তার তৃতীয় সন্তানকে ইতিমধ্যে স্বাগত জানিয়ে ফেলেছেন। যার কারণে তিনি বলেছেন, তার তিন সন্তানই তার বাহুতে।

বিজ্ঞাপন

২০১৬ সালে ডিনো লালভানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন লিসা। ২০১৭ সালে প্রথম সন্তান জ্যাকের জন্ম দেন এই অভিনেত্রী। এরপর ২০২০ সালে দ্বিতীয় সন্তান লিও-র জন্ম হয়। এবার তৃতীয় সন্তানের অপেক্ষায় নায়িকা।