অমিতাভের নাতনির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন মিজান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নভ্যা নাভেলি নন্দা ও মিজান

নভ্যা নাভেলি নন্দা ও মিজান

প্রেমের সম্পর্কে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা ও জাভেদ জাফরির ছেলে মিজান! দীর্ঘদিন ধরেই এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে। এমনকি বেশ কয়েকবার তাদের একসঙ্গে ক্যামেরাবন্দিও করেছিলেন পাপারাজ্জিরা। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি তারা।

নভ্যা নাভেলি নন্দা ও মিজান

অবশেষে নীরবতা ভাঙলেন মিজান। জানালেন তার সঙ্গে নভ্যা নাভেলি নন্দার সম্পর্কটা আসলেই কেমন।

বিজ্ঞাপন

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিজান বলেন, ‘অনেকদিন ধরেই নভ্যার বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। ‘মালাল’ ছবির প্রোমোশনের সময় বারবার আমাকে প্রশ্ন করা হয়েছিলো। বিশ্বাস করুন, আমরা ভালো বন্ধু। আর আমার জন্য সব জায়গায় ওর নাম আসুক, সেটা আমি চাই না। এমনটি করে ওকে বিব্রত করা হয়। ওর ব্যক্তিগত জীবন রয়েছে। আমার সঙ্গে ওকে বা ওর পরিবারের কাউতে আমি জড়াতে চাই না। এই মুহুর্তে অন্য কারও বিষয়ে কথা বলা সত্যিই অন্যায়।’

নভ্যা নাভেলি নন্দা

শুধু মিজানের ভক্তরাই নন, বলিউডের এই অভিনেতার বাবা-মাও নাকি তাকে প্রশ্ন করেছেন তার এবং নভ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে। এ প্রসঙ্গে মিজান বলেন, ‘বাড়িতে ঢুকলেই অস্বস্তিকর মনে হচ্ছে। বাবা-মা অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। তাদের মনে হচ্ছে, এসব কী চলছে? আর আমি তো, সত্যিই এ বিষয়গুলো কিছু জানি না। জলসাতে বচ্চন পরিবারের দিওয়ালি পার্টিতে গেলেও আমাকে লোকে অবাক হয়ে দেখে। ওখানে তো পুরো ইন্ডাস্ট্রি থাকে।’

বিজ্ঞাপন

সঞ্জয়লীলা বনসালি প্রযোজিত ‘মলাল’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন মিজান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘হাঙ্গামা টু’ ছবির কাজ নিয়ে। আজ (১ জুলাই) প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। এতে মিজানের সঙ্গে আরও রয়েছেন শিল্পা শেঠি, পরেশ রাওয়াল, প্রাণিতা সুভাষ। ক্যামিও চরিত্রে পাওয়া যাবে অক্ষয় কুমারকে।