মেয়ের মা হলেন নাবিলা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাসুমা রহমান নাবিলা

মাসুমা রহমান নাবিলা

প্রথম সন্তানকে স্বাগত জানালেন উপস্থাপিকা-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

স্বামী জোবায়দুল হক রিমের সঙ্গে নাবিলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জানিয়েছেন মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

বিজ্ঞাপন

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৬ সালে বড় পর্দায় নাম লেখান তিনি। উপস্থাপনা, মডেলিং ও অভিনয় একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন এই তারকা।

স্বামী জোবায়দুল হক রিমের সঙ্গে নাবিলা

নাবিলার দাদা বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। সেখানেই স্বামী জোবায়দুল হক রিমের সঙ্গে সম্পর্কে জড়ান নাবিলা। তারা ২০১৮ সালে বিয়ের করেন।

বিজ্ঞাপন