নাচের মঞ্চে আগুন ঝড়ালেন মাধুরী-রাভিনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাধুরী দীক্ষিত ও রাভিনা ট্যান্ডন

মাধুরী দীক্ষিত ও রাভিনা ট্যান্ডন

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও রাভিনা ট্যান্ডন। দু’জনই দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার ছবি। তবে দীর্ঘদিন ধরেই বড়পর্দার আড়ালে রয়েছেন এই দুই বলি সুন্দরী।

মাধুরী দীক্ষিত

বড়পর্দা থেকে আড়ালে থাকলেও ছোটপর্দায় মাঝে মধ্যেই দেখা যায় পাওয়া যায় এই দুই অভিনেত্রী। এই মুহূর্তে নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ড্যান্স দিওয়ানে’তে বিচারকের দায়িত্ব পালন করছেন মাধুরী দীক্ষিত। আর সেখানেই অতিথি হয়ে হাজির হয়েছিলেন রাভিনা ট্যান্ডন।

বিজ্ঞাপন
রাভিনা ট্যান্ডন

এদিকে, মাধুরীর ‘ধাক ধাক’ ও রাভিনার ‘টিপ টিপ বারসা পানি’ গানটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এই দু’জন যখন একই মঞ্চে হাজির হয়েছেন তখন কী আর তাদের পারফরমেন্স না দেখে থাকা যায়? আর ঠিক তেমনটাই হলো ‘ড্যান্স দিওয়ানে’র মঞ্চে। তবে ছিলো কিছুটা ভিন্নতা।

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মাধুরী ও রাভিনার নাচের সেই ভিডিও। যেখানে মাধুরীর অভিনীত ‘ধাক ধাক’ গানের তালে রাভিনাকে এবং রাভিনার অভিনীত ‘টিপ টিপ বারসা পানি’র তালে কোমর দোলাতে দেখা গেছে মাধুরীকে। এরপর তারা দু’জনে একসঙ্গে নেচেছেন ‘আঁখি ও সে গোলি মারে’র তালে।