এবার সুজিতের ছবিতে ইরফান পুত্র

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবার সঙ্গে বাবিল

বাবার সঙ্গে বাবিল

বলিউড অভিনেত্রী-প্রযোজক আনুশকা শর্মার পর এবার নির্মাতা সুজিত সরকারের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেলেন প্রয়াত বলিউড তারকা ইরফান খানের ছেলে বাবিল।

সুজিত সরকার, বাবিল ও রনি লাহিড়ীর সঙ্গে বাবিল খান

ছবিটি প্রযোজনা করবেন রনি লাহিড়ী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সুজিত ও বাবিলের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন রনি নিজে।

বিজ্ঞাপন

ছবির ক্যাপশনে প্রয়াত ইরফান খানকে স্মরণ করে রনি লিখেছেন, “ইরফান স্যারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। প্রথমে তার মতো কিংবদন্তীর সঙ্গে কাজ, আর এবার বাবিলের সঙ্গে কাজ। এটা যদি দৈবযোগ না হয় তাহলে কী?”

ছবি শেয়ার করেছেন বাবিল খানও। যার ক্যাপশনে অভিনেত্রী জেইন খানকে ট্যাগ করে তিনি লিখেছেন, “তোমাকে ফ্রেমে না পাওয়াটা লজ্জার ব্যাপার।”

বিজ্ঞাপন
নতুন ছবির শুটিং সেটে সুজিত ও রনির সঙ্গে বাবিল

তার জবাবে আবার জেইন লিখেছেন, “যাহ! আমি তো সেটে যাওয়ার সময়ই ভাবছিলাম। এক্কেবারে ভুলে গিয়েছি।”

উল্লেখ্য, আমির খানের ভাগ্নি জেইন। শোনা যাচ্ছে, বাবিলের সঙ্গে এ ছবিতে দেখা যাবে তাকে।