তর্ক-বিতর্কের সময় এটা না: তাহসান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাহসান খান

তাহসান খান

কোভিড-১৯ সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে এক সপ্তাহ কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তাহসান খান

জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না।

বিজ্ঞাপন

সরকারের এই নির্দেশ মানতে ভক্তদের অনুরোধ জানালেন তাহসান খান। আজ (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী লিখেছেন, “কাজ বন্ধ রেখে ঘরে বসে থাকার ইচ্ছে হয়তো নেই। কিন্তু তর্ক-বিতর্কের সময় এটা না। যদি আপনজনদের কথা ভেবে থাকেন তাহলে দয়া করে এই লকডাউনে ঘরে থাকুন।”

বিজ্ঞাপন

তাহসান যে ছবিটি শেয়ার করেছেন লকডাউনের আগে এটি তার শেষ কাজ বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, নেরোলাক কালারের জন্য করা ফটোশুটের ছবি এটি।

তাহসান খান